অনলাইনে পাওয়া যাবে প্লেস্টেশনের নতুন সংস্করণ

অনলাইনে পাওয়া যাবে প্লেস্টেশনের নতুন সংস্করণ
0Shares

সনির প্লেস্টেশন ফাইভ এখন বাজারে চলে এসেছে। তবে করোনা মহামারি ও এই কনসোলের চাহিদার কারণে বেস্ট বাই ও টার্গেট এর মতো বড় রিটেইলশপগুলো শুধুমাত্র অনলাইনেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছর কোথাও সরাসরি এই গেমিং কনসোল কেনা যাবে না। তবে অনলাইনে অর্ডার করে ইন-স্টোর পিকআপ করা যাবে। তবে অন্যান্য রিটেইলারে চোখ রাখা জরুরি।

অ্যামাজন, টার্গেট, গেমশপ, নিউএগ, বিএন্ডএইচ ফটো সব স্টোরেই পাওয়া যাবে এই কনসোল।

প্লেস্টেশন ডিজিটাল সংস্করণের দাম পড়বে ৩৯৯ ডলার। তবে এটিতে ব্লু-রে ডিস্ক চলবে না। মূল পিএস৫ এর দাম পড়বে ৪৯৯ ডলার। ডিজিটাল সংস্করণটি আকৃতিতেও ছোট।

সূত্র: দ্য ভার্জ