রাত ১২টা পর্যন্ত চলবে অনলাইন অর্ডারের ডেলিভারি

রাত ১২টা পর্যন্ত চলবে অনলাইন অর্ডারের ডেলিভারি
0Shares

করোনা প্রতিরোধে জারি করা কঠোর বিধিনিষেধে আরও চাঙ্গা হয়ে উঠে‌ছে ই-কমার্স প্রতিষ্ঠানগু‌লো। অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করতে ই-কমার্সের পণ্য ডেলিভারির শেষ সময় রাত ১২ টা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সকাল ৬টা হতে রাত ১২টা পর্যন্ত ই-কমার্সের পণ্য ডেলিভারি চালু রাখতে পারবে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্যসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক বা যানবাহন সার্বক্ষণিক চলাচল করতে পারবে।

তবে পণ্য পরিবহনে নি‌য়ো‌জিত ব্য‌ক্তিকে নিজ নিজ প্রতিষ্ঠান প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদান করতে হ‌বে। ই-কমার্সের ডেলিভারি কাজে নিয়োজিত ডেলিভারিম্যান ও যানবাহনের জন্য ইক্যাবের লোগো এবং সিরিয়াল নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে চলাচল করবে।